chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকবাজারের চকসুপার মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক: নগরীর চকবাজারের চকসুপার মার্কেটের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত ও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার চকসুপার মার্কেটের তিন তলার একটি বেলকনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, চকবাজারের চকসুপার মার্কেটের তিন তলার বেলকনিতে সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত। আমরা আসার আগেই এখানকার দোকানিরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন।

তবে এতে হতাহত এবং ক্ষয়ক্ষতির তেমন ঘটনা ঘটেনি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর