সাতকানিয়ার কালিয়াইশে এডভোকেট আতাউরের সমর্থনে পথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাতকানিয়ার কালিয়াইশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আতাউর রহমানের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত আটটায় ১১নং কালিয়াইশ ইউনিয়নের মাস্টার হাটের পূর্বে মসজিদ প্রাঙ্গনে এই পথসভা অনুষ্ঠিত হয়।
মাস্টার জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাহমুদুল হক সিকদার।
আতাউর রহমানের সমর্থনে আরো বক্তব্য রাখেন কবির আহমদ সিকদার, মোক্তার আহমদ সিকদার, শেখ আহমদ সিকদার, আবদুল হাসিম ও নূর আহমদ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, কালিয়াইশের উন্নয়নে আগামী ৭ ফেব্রুয়ারি মোটরসাইকেল প্রতীকের বিকল্প নেই। এডভোকেট আতাউর রহমান একজন নির্লোভ, নিরহংকার ও সজ্জন ব্যক্তি। তিনি কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
এডভোকেট আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে অত্র ইউনিয়নকে ডিজিলাইজড করা হবে। যেখানে কাউকে ইউনিয়ন অফিসে ভোগান্তি পোহাতে হবেনা। বরং চেয়ারম্যান সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে।
এসময় তিনি আগামী ৭ ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
জেএইচ/চখ