chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বইমেলা শুরু ১৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২২’। যেটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।   

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর টাইগারপাসের চসিকের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারির কারণে গতবছর প্রস্তুতি থাকা সত্ত্বেও অমর একুশে বইমেলা শুরু করতে পারিনি। কিন্তু এবার চসিকের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামী ১৭ ফেব্রুয়ারী চট্টগ্রামে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সিদ্ধান্ত মেনে বইমেলার আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, বইমেলা হলো বইকে উপলক্ষ করে লেখক-পাঠকদের মিলন মেলা। এই মেলা নিয়ে বই প্রেমীদের মাঝে আগ্রহের কমতি নেই। এছাড়া করোনা মহামারীর কারেণে মানুষ বাসায় বন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। এই বইমেলা তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিবে।

এছাড়া মুক্তিযুদ্বের চেতনায় যারা বিশ্বাস করেনা তাদের প্রকাশিত বই যেন মেলায় স্থান না পায় সেদিকে সজাগ থাকার আহবান জানিয়েছেন মেয়র।

সভায় আরও উপস্থিত ছিলেন  চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আব্দুস সালাম মাসুম, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুসহ আরও অনেকে ৷

সিশা/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর