chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ২৪

চট্টলা ডেস্ক: নগরীর বাকলিয়া থানা এলাকায় জুয়া খেলার সরঞ্জামসহ ২৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে মিয়াখান নগর সাবান কারখানা এলাকা হাজী কলোনির থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – মো. রবিউল হাসান প্রকাশ পাখি(৩৮), মো. ইব্রাহিম(২২), মো. জাবেদ(২১), ৪। মো.  শাহ আলম(৫২), মো. আনোয়ার হোসেন প্রকাশ জামাল (৩২), মো. শাকিল(২০), মো. জাহাঙ্গীর(২৩), মো. বাদশা প্রকাশ বাসানী(৩৪), মো.জাহাঙ্গীর(৩০), মো.শরীফ(২৫), মো.ইমন(২২), মো. জুয়েল(২১), মো. খোকন মিয়া(৪৮), মো.আরিফ(২০), মো. ফারুক(৩৩), মো. সাগর(২২), মো.আবু (২১), মো. ওসমান(২১), মো.কামাল(৪৭), মো.বাকের(৩৮), মো. জাবেদ(৩০), মো. রুবেল(২৬), মো. ফাহাদ(২৬), মো. টিপু সুলতান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জুয়ার আসর থেকে ১৭ হাজার ৩৩০ টাকাসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর