chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নেটফ্লিক্সে প্রথম আরবি ভাষার সিনেমা মুক্তি

ডেস্ক নিউজ: ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এ প্রথম মুক্তি পেলো প্রথম আরবি ভাষার চলচ্চিত্র ‘আশাব ওয়াল আয’।

চলতি মাসের ২০ তারিখে মুক্তি পাওয়া বিখ্যাত ইতালিয়ান চলচ্চিত্র ‘পারফেক্ট স্ট্রেন্জার’ এর রিমেক এই সিনেমা শুরু থেকে নানা সমালোচনার মুখোমুখি হচ্ছে।

সিনেমাটিতে বিখ্যাত মিশরীয় অভিনেত্রী মোনা জাকি, জর্ডানের অভিনেতা ইয়াদ নাসার এবং বেশ কয়েকজন লেবানিজ অভিনেতা রয়েছেন।

সিনেমার একটি দৃশ্যে মিশরের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মোনা জাকির অন্তর্বাস খোলা নিয়ে বিশেষভাবে নিন্দায় ঝড় তুলছে আরব বিশ্ব। আরব সিনেমার মান অনুযায়ী এই ধরনের দৃশ্যে ভীষণ নির্লজ্জ কাজ বলে জানিয়েছে দেশগুলো।

নচ/চখ

এই বিভাগের আরও খবর