টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন, জরিমানা গুনলো ২ রেস্টুরেন্ট
নিজস্ব প্রতিবেদক: টিকা সনদ ছাড়া খাবার পরিবেশন করায় নগরীর দুইটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২৬ জানুয়ারি) নগরীর মুরাদপুর ও দুই নং গেটে অভিযান চালায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম।
যেখানে গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টের খাবার পরিবেশন এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে মুরাদপুরস্থ আয়োজন রেস্তোরাকে ৩০ হাজার টাকা এবং হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ষোলশহরস্থ কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগে পণ্য সামগ্রী বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।
জেএইচ/চখ