chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙলো শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ: ৭ দিন পর বরেণ্য কথাসাহিত্যিক, শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙলেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেছেন, ‌‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। সরকারের কাছে আন্দোলনের সঠিক তথ্য নেই।’ তিনি সরকারের কাছে তাদের প্রকৃত তথ্য তুলে ধরবেন বলেও জানান।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দাবী না মানা হলে আন্দোলনের সাথে আমরণ অনশনে ৭ দিন থাকার পর, আজ অনশন ভাঙলো তারা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর