chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খেলোয়ারদের টেকনিক্যাল দক্ষতায় মুগ্ধ নতুন কোচ

জাতীয় ফুটবল দল

ক্রীড়া ডেস্ক: জাতীয় ফুটবল দলের নতুন কোচ ক্যাবরেরা লিগ শুরুর আগেই পরিদর্শন করছেন বিভিন্ন ক্লাব। যাচাই করছেন খেলোয়ারদের দক্ষতা। 

আজ (মঙ্গলবার) দুপুরে সাইফ স্পোর্টিং ক্লাবে গিয়েছেন। এটি তার তৃতীয় ক্লাব পরিদর্শন।

আবাহনীর মতো সাইফ স্পোর্টিং পরিদর্শন করে সন্তুষ্টিই প্রকাশ করেছেন এই স্প্যানিশ কোচ, ‘এখানে (সাইফ এসসির অনুশীলন) আসতে পেরে আমি আনন্দিত। ক্লাবটি খুবই গোছালো এবং অবকাঠামো দিক দিয়েও উন্নত। ক্লাবটির টেকনিক্যাল টিমও ভালো। অনুশীলন দেখলাম। খেলোয়াড়রা বেশ ভালোই অনুশীলন করছে এবং তারা খুবই পরিশ্রমী।’

অন্য ক্লাব পরিদর্শনের চেয়ে সাইফ স্পোর্টিং পরিদর্শনের গুরুত্ব একটু বেশি। কারণ এই ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া জাতীয় দলেরও অধিনায়ক। জামালের সঙ্গে অনুশীলনে কিছু সময় কাটিয়েছেনও হ্যাভিয়ের ক্যাবরেরা। উৎসুক গণমাধ্যমের স্বাভাবিক প্রশ্ন ছিল কি কথা হয়েছে দুজনের মধ্যে? জামালের গুরুর উত্তর, ‘সে খুব ভালো খেলোয়াড়, সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। সামনে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে তাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

আবাহনী ক্লাব পরিদর্শনের সময় অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্ব গুণের প্রশংসা করেছিলেন। অধিনায়কের ক্লাবে এসে সেই নেতৃত্বের প্রসঙ্গ এসেছে আবার নতুন কোচের মুখে, ‘দলের জন্য অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ। সে মূলত টেকনিক্যাল স্টাফ এবং প্লেয়ারদের মধ্যে সংযোগ সিঁড়ি হিসেবে কাজ করে থাকে। সে দলে এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ যোগানোর কাজটি করে থাকে। এ ধরনের গুণাবলী অধিনায়কই আমি প্রত্যাশা করি।’

ইতোমধ্যে তিনটি ক্লাব ঘোরা হয়েছে হ্যাবিয়েরের। তিন ক্লাবে ৫০ জনের বেশি ফুটবলার দেখেছেন। তিন ক্লাব দেখে তার সামগ্রিক মূল্যায়ন, ‘খেলোয়াড়দের দেখে আমি খুশি। বিশেষ করে তাদের টেকনিক্যাল সক্ষমতা, প্রগাঢ়তায় আমি মুগ্ধ। আশা করি এসবের ভেতর দিয়ে ভালো একটা জাতীয় দল গড়তে পারব।’

জাতীয় দলের নতুন বিদেশি কোচরা বাংলাদেশে এসে শুরুতে এমন মুগ্ধতা প্রকাশ করেন। অনুশীলন শুরুর পর বাস্তবতায় আসেন এবং আন্তর্জাতিক ম্যাচের অসহায়ত্ব প্রকাশ করেন। হ্যাবিয়ের এই বৃত্তের বাইরে বের হতে পারেন কি না সেটাই দেখার বিষয়।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর