করোনা: উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে সংক্রমণ
মৃত্যু-১৮, শনাক্ত ১৬০৩৩
চট্টলা ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার ( ২৫জানুয়ারি ) পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ হাজার ৩৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে।
এর আগে, গতকাল সোমবার (২৪ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১৪ হাজার ৮২৮ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯২৪ জনের। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩১ হাজার ১৫৫ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
এমকে/চখ