chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্লাস্টিকের বর্জ্যতে মাছ শিকারে ব্যস্ত বক

কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে ভেসে আসছে প্লাস্টিকের বর্জ্য, বোতলসহ বিভিন্ন আবর্জনা। এসব আর্বজনার মাঝেই মাছ শিকারে ব্যস্ত দূর-দূরান্ত থেকে ছুটে আসছে বক। এদিকে মানুষের অসচেতনতায় দিন দিন কর্ণফুলী নদীতে বাড়ছে এসব প্লাস্টিকের বর্জ্য।দেখভাল করার যেন কোথাও কেউ নেই। এতে  নদীর সৌন্দর্য প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ দুর্দশা কদিন চলবে আমি- আপনি কেউ জানিনা। ছবিটি চাক্তাই রাজাখালী খালের মোহনা থেকে তোলা। আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

এই বিভাগের আরও খবর