chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিজেপিকে বিদায় জানালো বনি

ডেস্ক নিউজ: জনগণকে কথা দিয়ে,  কথা না রাখায়, বিজেপিকে বিদায় জানাচ্ছেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত।

সোমবার (২৪ জানুয়ারি) টুইটে দল ছাড়ার ঘোষণা দেন বনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইট্টিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে টুইট করে বনি লিখেছেন— এখন থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন হলো৷ নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে এ দল৷ পশ্চিমবঙ্গ ও বাংলা চলচ্চিত্র জগতের উন্নয়নের যে আশ্বাস তারা দিয়েছিল, সে রকম কিছু তাদের তরফে আমার নজরে পড়িনি ৷

দলছাড়ার খবর দিয়ে বনি টুইট করার পরই এ নিয়ে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন দেবাংশু। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তৃণমূল নেতা লিখেছেন— দাদা গো, লোড শেডিং আবার পরে করবে। এদিকে দেখে, সর্বনাশ হয়ে গেছে।

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অভিনেতা বনি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে নাম লেখান তিনি। পরে রাজীব বন্দ্যোপাধ্যায়ও দল ছেড়ে তৃণমূলে ফিরেছেন। আর এবার দল ছাড়লেন বনি। তিনিও তৃণমূলে যোগ দেবেন কিনা জানা যায়নি। টুইটে বনি সেনগুপ্ত দাবি করেছেন, প্রতিশ্রুতি রাখতে পারেনি বিজেপি। কোনো উন্নয়নের দিশাও দেখাতে পারেনি বলেই দাবি করেন অভিনেতা। এ ছাড়া টলিউডেও কোনো উন্নয়নের ছাপ রাখতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

নচ/চখ

এই বিভাগের আরও খবর