chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে বাস-রিকশার সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নগরীতে বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আনোয়ার হোসেন (৬১) নামে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোরে ডবলমুরিং থানার ইসলামিক ব্যাংক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আনোয়ার হোসেন একই থানার সুপারিপাড়ার মফিজ সওদাগর এলাকার মৃত আব্দুল গণির ছেলে। তিনি ছাগল ব্যবসা করতেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিকশা নিয়ে যাওয়ার পথে ছয় নম্বর রুটের একটি বাসের সঙ্গে রিকশার মুখোমুখি সংঘর্ষে হলে রিকশার আরোহী আনোয়ার গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে  মারা যান তিনি।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর