chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইন্দোনেশিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১৯

ডেস্ক নিউজ:  ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের একটি নাইটক্লাবে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে অন্তত ১৯ জনের মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া।

ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের পুলিশের মুখপাত্র এবং সিনিয়র কমিশনার অ্যাডাম এরউইন্ডি জাতিগত সংঘাতে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার স্থানীয় মেট্রো টিভিকে তিনি বলেন, ওয়েস্ট পাপুয়ার সোরং শহরে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

একপর্যায়ে সেখানকার একটি নাইটক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

নচ/চখ

এই বিভাগের আরও খবর