চন্দনাইশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয় টিম চন্দনাইশ।
গ্রেফতারকৃতরা হলেন, সাতকানিয়া থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মজিবুর রহমান, সোনা মিয়া (৪৫) ও মো. নয়ন (১৬)।
আজ সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, গতকাল রবিবার বিকেলে উপজেলার হাশিমপুর থেকে সাতকানিয়া থানার একটি হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
একইদিন রাতে ৫১৮ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ সোনা মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয় উপজেলার কাঞ্চনাবাদের রৌশনহাট বাজার থেকে। তাছাড়া পৃথক অপর অভিযানে চুরি করা ২ লাখ ৮৭ হাজার টাকাসহ মো. নয়ন নামে এক চোরকে গ্রেফতার করে চন্দনাইশ থানা পুলিশ।
গ্রেফতার তিনজনকে সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে জানালেন ওসি।
চখ/আর এস