chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাবি ভিসির পদত্যাগ দাবিতে অনশন চলবে

ক্যাম্পাস ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা।

এখন পর্যন্ত পদত্যাগের কোনো সিদ্ধান্ত না আসায় এবার আন্দোলনরত সব শিক্ষার্থী একযোগে চলমান অনশনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় অনশনস্থলের পাশে এক প্রেস ব্রিফিং করে এ সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, চিকিৎসা চলাকালে কোনো অনশনকারী হাসপাতালের খাবার গ্রহণ করেনি। এবার আমরা সব শিক্ষার্থী মিলে গণঅনশনে যোগ দেব। তারা আরও বলেন, আমরা শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অনশনকারীদের শারীরিক অবস্থা আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালে মোট ১৯ জন ভর্তি ছিলেন।

এর মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা একটু ভালো হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে আবার ক্যাম্পাসে ফিরে অনশনে যোগ দিয়েছেন। এই মুহূর্তে ক্যাম্পাসে ১৩ জন অনশন করছেন।

সিশা/আর এস

এই বিভাগের আরও খবর