chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিরিয়ার কারাগারে আইএসের হামলা, নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার কারাগারে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ হামলায় ‘অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, কারারক্ষী ও সন্ত্রাসবিরোধী বাহিনীসহ অন্তত ৭৭ জন আইএস সদস্য ও ৩৯ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে।

গত শুক্রবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মুখপাত্র আমাক কারাগারে হামলার দায় স্বীকার করেছে।

শনিবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কারাগারে হামলা চালানোর সময় সশস্ত্র ব্যক্তিরা কারাগারে অনুপ্রবেশ করছে এবং দলটির কালো পতাকা উত্তোলন করছে।

সিরিয়ার এই কারাগারে কত সংখ্যক আইএস বন্দিকে রাখা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের অনুমান, ৫০ এর অধিক দেশের দুই থেকে ৪ হাজার বিদেশি যোদ্ধাসহ এই কারাগারে ১২ হাজারের অধিক কয়েদিকে রাখা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে পরাজিত ঘোষণা করার পর এটিই আইএসের সর্বোচ্চ ভয়াবহ হামলা।

সিশা/আর এস

এই বিভাগের আরও খবর