chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইতে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইতে এলজি ও দুই রাউন্ড গুলিসহ মো. মওকত হোসেন (৩৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে র‌্যাব।

গতকাল রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নিজামপুর বাজার এলাকা থেকে অস্ত্রসহ এ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শওকত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যম মাহামুদাবাদ এলাকার মৃত সোনা মিয়ার ছেলে বলে জানা গেছে।

আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে গ্রেফতারের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, উক্ত স্থানে অস্ত্র বিকিকিনির উদ্দ্যেশে অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে গোপন তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাবের টিম। এসময় এলজি ও দুই রাউন্ড গুলিসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অস্ত্রসহ তাকে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর