chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় ১৫ মৃত্যু-শনাক্ত বেড়ে ১৪,৮২৮

জাতীয় ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু সংখ্যা দাড়াল ২৮ হাজার ২৩৮ জনে।

তাছাড়া আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় বেড়েছে শনাক্তের সংখ্যা। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮শ ২৮ জন। শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।

গতকাল রবিবার করোনায় ১৪ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ। সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ৯৯৯টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। ময়মনসিংহ বিভাগে ৩ জন ও সিলেট ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর