chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাবির আন্দোলনরত ১৯ শিক্ষার্থী হাসপাতালে

ডেস্ক নিউজ: উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনকারী ১৯ শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার( ২৪জানুয়ারি) বেলা পৌনে ১১টা পর্যন্ত সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে আরও চার শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হয়। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। তবে হাসপাতালেও তারা অনশনরত বলে জানা গেছে।

এরআগে, বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। পরে পারিবারিক কারণে একজন বাড়িতে চলে যান।  এদিকে অনশনের ১১৬ ঘণ্টা পার হলেও আসেনি কোন ফলপ্রসূ সিদ্ধান্ত। এরপর রোববার (২৩ জানুয়ারি) বিকেলে গণঅনশনের অংশ হিসেবে যোগ দিয়েছেন  আরও ৪ শিক্ষার্থী।

নচ/চখ

এই বিভাগের আরও খবর