করোনায় আক্রান্ত জাপা কো-চেয়ারম্যান বাবলা
ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
রবিবার (২৩ জানুয়ারি) ঢাকা-৪ আসনের এই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বাবলা বলেন, গতকাল শনিবার সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষা করালে আজ পজিটিভ রিপোর্ট আসে। তবে, আমি শারীরিকভাবে সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি।
এর আগে, সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের। তিনিও বর্তমানে তার উত্তরার বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।
নচ/চখ