chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আর্মেনিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

ডেস্ক নিউজ: সাংবিধানিক ক্ষমতার অভাব অনুভব করায় পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সার্কসিয়ান।

রবিবার(২৩ জানুয়ারি) আর্মেনিয়ার প্রেসিডেন্টের ওয়েবসাইটে রীতিমতো বিবৃতি দিয়ে পদত্যাগের কথা ঘোষণা দিয়েছেন তিনি।

আর্মেনিয়ার প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় চার বছর ধরে চিন্তাভাবনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আর্মেনিয়ার সংবিধান দেশের প্রেসিডেন্টকে কাজ করার যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেয়নি।

তিনি আশা প্রকাশ করে বলেন, সংবিধান সংশোধন করে দেশের জন্য এমন আইন প্রণয়ন করা হবে যাতে পরবর্তী প্রেসিডেন্ট ও তার প্রশাসন আরো বেশি ভারসাম্যপূর্ণ পরিবেশে কাজ করতে পারবে।

উল্লেখ্য, ২০১৮ সালে আর্মেনিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সার্কসিয়ান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী তার ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি সরে দাঁড়ালেন। আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ প্রায় সব প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রেসিডেন্টের পদটি অনেকটা আলঙ্কারিক।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর