বিরাট–আনুশকার মেয়ের ছবি প্রকাশ
ডেস্ক নিউজ: জনপ্রিয় জুটি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা। ভালোবেসে বিয়ে , এরপর কোল জুড়ে এলো রাজকন্যা ভামিকা। এবার সে রাজকন্যার ছবি প্রকাশ হলো।
ছবিতে স্টেডিয়ামের গ্যালারিতে আনুশকা স্বামীর খেলা দেখছিলেন। তার কোলেই ছিল ভামিকা। এরইমধ্যে ভামিকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
অনেকেই ভামিকার সঙ্গে বিরাট কোহলির ছোটবেলার ছবির মিল খুঁজছেন। টুইটার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ভামিকা। তারকা জুটির এ সন্তানকে কেউ কেউ ছোট কোহলি, কোহলির কপি বলেও মন্তব্য করেছেন।
গত বছরের ১১ জানুয়ারি ভামিকার জন্ম হয়। কিন্তু এক বছরের বেশি সময় ধরে মেয়ের মুখ দেখাননি বিরুশকা জুটি। মেয়ের বেশ কিছু ছবি তারা পোস্ট করেছেন, কিন্তু সেসব ছবিতে ভামিকার মুখ দেখা যায়নি।
নচ/চখ