chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুহুরী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাতে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭।

সাজাপ্রাপ্ত আসামির নাম মহিউদ্দিন। বয়স ৪৬। সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মন্দাকিনি গ্রামের এলাহী বক্সের ছেলে। দুর্ধর্ষ শিবির ক্যাডার হিসেবেও পরিচিতি রয়েছে মহিউদ্দিনের।

র‌্যাব জানিয়েছে, নিম্ন আদালতে হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর দুবাই পালিয়ে গিয়েছিল মহিউদ্দিন। কয়েকদিন আগে গোপন সোর্সের খবরে জানা যায় সে দেশে এসে আত্মগোপনে রয়েছে।

শনিবার রাতে প্রযুক্তির ব্যবহারে মহিউদ্দিনের অবস্থান শনাক্ত করার পর সুগন্ধায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭ এর হাটহাজারি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান তাকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। বলেন, ‘২০০৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ হত্যা মামলার রায়ে মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর সে পালিয়ে দুবাইয়ে চলে যায়।

দীর্ঘ ১৮ বছর প্রবাসে থাকার পর গত বছরের ২৯ অক্টোবর সে দেশে ফিরে আসে। রবিবার রাতের ফ্লাইটেই মহিউদ্দিন ফের দুবাই চলে যাওয়ার কথা ছিল।

তবে বিদেশ যাওয়ার আগে করোনার সংক্রমণ পরীক্ষার জন্য বাধ্যবাধকতা থাকায় শনিবার সে নমুনা দিয়েছিল। সে সূত্র ধরেই শনিবার রাতে অভিযান চালিয়ে সুগন্ধা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ২০০১ সালের ১৬ নভেম্বর সকাল ৭টার দিকে চট্টগ্রামের জামালখান এলাকার বাসায় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় তার স্ত্রী রেলওয়ে সাবেক অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মোট ১১ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

নিন্ম আদালত গিট্টু নাসির, তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইজা আলমগীরের ফাঁসির আদেশ দেন। পরবর্তীতে গিট্টু নাসির ক্রসফায়ারে মারা যান।

আসামি মহিউদ্দিন ওরফে মাইন উদ্দীন, হাবিব খান, শাজাহান ও সাইফুল ওরফে ছোট সাইফুলসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

উচ্চ আদালতে শাজাহান খালাস পেলেও বাকিদের সাজা বহাল ছিল। সবশেষ মামলাটি আপিল বিভাগে শুনানি শেষে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। গ্রেফতার মহিউদ্দিন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাসিরের ছোট ভাই।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর