এবার ফেইসবুকে মৃত জায়েদ খান
ডেস্ক নিনউজ: তসলিমা নাসসিন, জিয়াউল হল পলাশের পর এবার ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে ‘মৃত’ দেখাল ফেসবুক।
শুক্রবার(২১ জানুয়ারি) বিকাল থেকে জায়েদ খানের ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়। একদিন পরই অবশ্য তার অ্যাকাউন্টে লেখাটি আর দেখা যায়নি।
সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ ‘রিমেম্বারিং’ লেখাটি দেখায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এ অভিনেতা তাহলে কবে মারা গেলেন?
এ বিষয়ে জায়েদ খান মনে করছেন, কেউ রিপোর্ট করে এ কাজটি করেছে।
নচ/চখ