chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট কিনলেন অক্ষয়

ডেস্ক নিউজ: বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার। প্রায়ই চমকে দেন তার ভক্তদের। এবার কোটি টাকা ব্যয় করে নতুন ফ্ল্যাট কিনে আরও একবার চমকে দিলেন এ তারকা।

জানা গেছে, ফ্ল্যাটটির দাম পড়েছে প্রায় ৭ কোটি ৮০ লক্ষ টাকা। ৭ জানুয়ারি নতুন এ বাড়িটির রেজিস্ট্রি করেছেন অক্ষয়। মোট ১৮৭৮ বর্গফুট আয়তন জায়গা জুড়ে রয়েছে তার নতুন এ বাড়ি। সেখানে চারটি গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। গুঞ্জন শোনা গেছে, দিন কয়েক আগেই পশ্চিম অন্ধেরিতে নয় কোটি টাকায় তার অফিসটি বিক্রি করে দিয়েছেন অক্ষয়। ৫ হাজার ৩৫৯ বর্গফুট আয়তন জায়গা জুড়ে ছিল সেই অফিস।

এদিকে, ওটিটি-তে সদ্য মুক্তি পেয়েছে তার ‘অতরঙ্গি রে’। হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘রক্ষাবন্ধন’, ‘ওহ মাই গড টু’র মতো একাধিক ছবি রয়েছে এই তালিকায়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর