chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় জেসিন্ডার বিয়ে বাতিল

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়েছে নিউজিল্যান্ডে। এ কারণে নিজের বিয়ে বাতিল করেছে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

রবিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া নয়জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। এরপরেই রোববার মধ্যরাত থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে কিউই প্রশাসন।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, সংক্রমণ রোধে আরও বেশি মানুষকে মাস্ক পরতে হবে। বার, রেস্টুরেন্ট এবং বিয়ের মতো ঘরোয়া অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত হতে পারবেন না। এছাড়াও এসব ভেন্যুতে যদি ভ্যাকসিন পাস ব্যবহৃত না হয় সেক্ষেত্রে উপস্থিতির সীমা ২৫ জনে নেমে আসবে বলে জানান তিনি।

উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বাগদান হয় দুই বছরেরও বেশি সময় আগে। এরপর তাদের বিয়ের কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। নেভ নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর