চট্টগ্রাম শনাক্ত ১০২৬ জন, সংক্রমণের হার ৩৮ শতাংশ
চট্টলার ডেস্ক: চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও করোনা আক্রান্তের সংখ্যা হাজারের ঘরে গিয়ে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৫ জনের নমুনা করোনা পরীক্ষায় ১ হাজার ২৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। তবে এদিন কারো মৃত্যুও খবর পাওয়া যায়নি।
রবিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে।
এদিন সরকারি ও বেসরকারি ৯ টি ল্যাবে করোনা পরীক্ষা করানো হয়। নতুন আক্রান্তদের মহানগরে ৮২২ জন এবং উপজেলায় ২০৪ জন বাসিন্দা রয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ১২৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
এর মধ্যে মহানগরে সর্বোচ্চ ৮১ হাজার ১৮৪ জন এবং বিভিন্ন উপজেলার ২৯ হাজার ৯৩৯ জন বাসিন্দা রয়েছেন। এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৪৩ জনের মধ্যে মহানগরে মারা গেছেন ৭২৮ জন। অপরদিকে উপজেলাতে এই সংখ্যা ৬১৫ জন।
এর আগে গত ২১ জানুয়ারি চট্টগ্রামে ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছিল। ওই দিন উপজেলায় একজনের মৃত্যুও হয়েছিল। আরকে/
নচ/চখ