chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ১৩ জলদস্যুকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী-পেকুয়া-কুতুবদিয়া এলাকার কুখ্যাত জলদস্যু কবীর বাহিনীর প্রধান নুরুল কবীরসহ ১৩ জন জলদস্যু বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৬টি ওয়ানশুটার গান, ৪টি কার্তুজ, ৫টি কিরিচ, ১টি ছুরি, ১টি রামদা, ২টি হাসুয়া ও দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

তারা হলেন- নুরুল আফসার, নুরুল কাদের, হাসান, মো. মামুন , মো. নুরুল কবির (২৯), মো. আব্দুল হামিদ প্রকাশ কালা মিয়া (৩০), আবু বক্কর (৩১), মো. ইউসুফ (৪৬), গিয়াস উদ্দিন (৩৭), মো. সফিউল আলম প্রকাশ মানিক (৩৬), মো. আব্দুল খালেক (৪৪), মো. রুবেল উদ্দিন (২৭), মো. সাইফুল ইসলাম জিকু (২৮), মো. সুলতান (৩৬), মো. মনজুর আলম।

শুক্রবার (২১ জানুয়ারি) চটগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭ এর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গত ১৪ জানুয়ারি ১৭ জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্য পায় র‌্যাব। মুক্তিপণের ১০ লাখ টাকা দাবির মধ্যে ২ লাখ টাকা পরিশোধ করে জেলেদের পরিবার। এ ঘটনায় অপহৃত পরিবারের পক্ষ থেকে র‌্যাব-৭ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৭ ও র‌্যাব-৮ অভিযান পরিচালনা করেন। জলদস্যুরা র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেদের ছেড়ে দেয়। তারা মূলত কুখ্যাত জলদস্যু কবীর বাহিনীর প্রধানের কথা বলে মুক্তিপণ দাবি করে।

গত ১৪ জানুয়ারি জলদস্যুরা কবীরের নেতৃত্বে একটি নৌকা ভাড়া করে। যার মধ্যে পেকুয়ার মগনামাঘাট থেকে ৭ জন এবং কুতুবদিয়া থেকে আরো ৮ জন জলদস্যু নৌকাটিতে উঠে। তারা পুনরায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে  শুক্রবার (২১ জানুয়ারি) নুরুল আফসার, নুরুল কাদের, হাসান, মো. মামুনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে বাকী জলদস্যুদের চকরিয়া থানার ডান্ডিবাজার এলাকার কবীরের আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের ফিশারিঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারের মাঝি আনোয়ার হোসেন। ১০ জানুয়ারি মাছ ধরতে ১৭ জেলেকে নিয়ে ট্রলারটি ছেড়ে যায় সাগরের উদ্দেশে। চার দিনের মাথায় ডাকাত দলের কবলে পড়ে ট্রলারটি। ট্রলারে থাকা সবাইকে তিন দিন জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ। তারপর ১৬ জন সেই ট্রলারে ফিরলেও ফেরেননি শুধু মাঝি আনোয়ার হোসেন। গত ১৬ জানুয়ারি রাতে নির্যাতনের সময় জেলে আনোয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে সাগরে ফেলে দেয় জলদস্যুরা।

সিশা/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর