chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৩

চট্টলা ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজু চৌধুরী ধনা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় সিএনজির অপর দুই নারী যাত্রীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীমাই ব্রিজের উত্তরে বন বিভাগের নার্সারীর সামনে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনাটি ঘটে।

নিহত রাজু চৌধুরী ধনা উপজেলার মধ্যম হাঈদগাও গ্রামের দ্বিজ মনি চৌধুরীর ছেলে। সে কমলমুন্সিরহাট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুবাহী একটি পিকআপের সাথে যাত্রীবাহি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধুমড়ে মুচড়ে রাস্তার এক পাশে ছিটকে পড়ে সিএনজি।

এতে সিএনজিতে থাকা দুই নারী যাত্রীসহ মোট চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা চারজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাজু চৌধুরী ধনার মৃত্যু হয়।

বাকি তিনজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় এবং সিএনজি চালক আবু আহমেদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

তথ্যটি নিশ্চিত করে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানালেন পটিয়া থানার ওসি রেজাউল করিম।

তিনি জানান, পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি অটোরিকশাটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় এবং ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজি গাড়িটি উদ্ধার করা হয়।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর