chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে অনলাইনে ক্লাস, পরীক্ষা সশরীরে

নিজস্ব প্রতিবেদক: করোনা সংকটের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে চলমান পরীক্ষাগুলো সশরীরে অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। এসময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখা হবে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের  নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সিদ্বান্ত নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম সশরীরে বন্ধ থাকবে। তবে সেশনজট নিরসনে অনলাইনে ক্লাস চলমান থাকবে। এছাড়া চলমান পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, যে সকল বিভাগের পরীক্ষা সময়সূচি এখও ঘোষণা হয়নি সে বিষয়ে প্রতিটি বিভাগ সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নিবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে পারবেন।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। এ ঘোষণার পর থেকে চলমান পরীক্ষা ও ক্লাস নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর