chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সারোগেসির মাধ্যমে নিক- প্রিয়াঙ্কার ঘরে এলো নতুন অতিথি

ডেস্ক নিউজ: সারোগেসি পদ্ধতিতে নতুন অতিথি এলো জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের ঘরে।

শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি। এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার শুভকামনা চাই যাতে করে পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।

পোস্টে স্বামী নিক জোনাসকে একটি হার্ট ইমোজিসহ মেনশন করেছেন প্রিয়াঙ্কা। আর পাবলিশ করার পর থেকেই প্রিয়াঙ্কার ওই পোস্টের কমেন্ট বক্স ভেসে যাচ্ছে অভিনন্দনের বন্যায়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর