chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২

খেলাধুলা ডেস্ক : ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টিয়েন্টি বিশ্বকাপ। যদিও বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ২৪ অক্টোবর।

গতবারের মত এবার প্রথম রাউন্ড বা বাছাই পর্বে খেলতে হবে না বাংলাদেশকে। এবার সরাসরি মূল পর্বেই খেলবে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’-তে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্বে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দল।

অন্যদিকে মূল পর্বের গ্রুপ ‘এ’-তে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং প্রথম পর্বে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’-এর রানার্স আপ দল।

১৬ দলকে নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথম রাউন্ডে খেলবে আটটি দল। সেখান থেকে চারটি দল সুপার টুয়েলভে খেলার টিকিট পাবে। এরপর সুপার টুয়েলভে সরাসরি খেলবে আটটি দল।

বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। এরপর ১৩ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি :

২৪ অক্টোবর : বাংলাদেশ-‘এ’ গ্রুপের রানার্সআপ, বেলেরিভ ওভাল, হোবার্ট

২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি

৩০ অক্টোবর : বাংলাদেশ-‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন, গাব্বা, ব্রিজবেন

২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

৬ নভেম্বর : বাংলাদেশ-পাকিস্তান, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

সিশা/আর এস

এই বিভাগের আরও খবর