করোনা সংক্রমণের কারণে উচ্ছেদ কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে জানালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত) কর্নেল জাহিদ ফারুক। করোনার প্রকোপ কমে আসলে পুনরায় উচ্ছেদ কার্যক্রমে গতি ফিরবে বলে জানিয়েছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে একটি খালের খনন কাজের পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মানবিক কারণে করোনায় উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কারণ যে সকল স্থাপনা রয়েছে সেখানে নিম্ম আয়ের মানুষের বসবাস করছে। উচ্ছেদ কার্যক্রমের চালালে তাদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে।
প্রতিমন্ত্রী জানান, সারাদেশে ডেল্টা প্লানের আওতায় প্রথম ধাপে পাঁচ শতাধিক খালের খনন চলছে। ডিসেম্বরের মধ্যেই খননকাজ শেষ হবে।
পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে সব খালের খনন শেষ করা গেলে দেশে বর্ষায় বন্যার প্রভাব কমে আসবে। পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরকে/আর এস