চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার সলিমপুর জালিয়াপাড়া ব্রিজ এবং দুপুরে ফৌজদারহাট এলাকায় পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।
এর মধ্যে সড়কে লরির চাপায় রাইসুল হাসান খান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাইসুল চাঁদপুরের গোলবাহাড় এলাকার মৃত সরওয়ার উদ্দিনের ছেলে।
অপরদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। তবে তার বিস্থারিত পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, রাস্তা পার হওয়ার সময় লরির চাপায় ঘটনাস্থলে এক যুবক মারা গেছে। অপর জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। একইদিনে ফৌজদারহাটে আরেক শিক্ষার্থী মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
আরকে/আর এস