chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে নতুন এক মৃত্যুতে শনাক্ত ১০১৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ ও শনাক্ত বেড়েছে। পরিবর্তণ হয়নি মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১ হাজার ১৭ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্ত ১০১৭ জনের মধ্যে ৮০৭ জন নগরীর এবং ২১০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৯ হাজার ৩শ ৯৩ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৯ হাজার ৮শ ৩১ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৯ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম উপজেলা পর্যায়ে নতুন করে একজনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৪৩ জন। এর মধ্যে ৭শ ২৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১৫ জন।

শুক্রবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় ১০১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ হার ৩৩ দশমিক ০১ শতাংশে দাঁড়াল। আগের দিন ছিল ৩০ দশমিক ৪৬ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর