chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার ওমিক্রনের বিষে আক্রান্ত চট্টগ্রামে ৮ বাসিন্দা

চট্টলা ডেস্ক : করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব মিলেছে চট্টগ্রামের ৮ জনের শরীরে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে।

এর আগে ঢাকা ও যশোরে ওমিক্রন শনাক্ত হয়। এবার চট্টগ্রামেও ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে আইসিডিডিআরবি। এ নিয়ে এখন পর্যন্ত ৭১ জনের নমুনায় ওমিক্রন পাওয়া গেল।

এর মধ্যে ৮ জনের তথ্য জানিয়েছে বিএসএমএমইউ। তাদের নমুনা গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর