chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা

চট্টলা ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পৌরসদরের সীতাকুণ্ড বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ ও সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মাস্কের কোন বিকল্প নেই। জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর