মিরসরাইতে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি,চুরি ও ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
থানায় পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কারসহ ছিনতাই কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম (২৪), আরাফাত হোসেন রনি (২৩), তুষার (২২), মো. শহিদ(২৩), মো. বক্কর (২৬), মো. মহসিন (২৩), রবিউল হোসেন (২৪), রাকিব হোসেন (২০) ও মাসুদুর রহমান (২৩)।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাতি চক্রের সক্রিয় সদস্য।
তারা পরস্পরের যোগসাজশে বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে ছিনতাই ও গাড়ি ডাকাতির সাথে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে জানিয়ে বলেন, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গ্রেফতার সকলকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
চখ/আর এস