৩১ জানুয়ারির পর ট্রেন না চালানোর ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক দিয়েছে রেলওয়ে রার্নিং কর্মচারী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সংগঠনের এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন নেতারা। এর আগে দাবি আদায়ে বিকেল চারটা পর্যন্ত সময় বেধে দিয়েছিল রানিং স্টাফের নেতারা।
জানতে চাইলে রেলওয়ে রার্নিং কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মুজিবুর রহমান ভূঁইয়া চট্টলার খবরকে বলেন, আজ বিকেল পর্যন্ত আমরা পূর্বের নিয়ম অনুযায়ী লোকোমাস্টারদের বেতন পরিশোধের দাবি জানাই।
রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক, অর্থ কমিটি আমাদের পূর্বের নিয়মে বেতন দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। কিন্তু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করা হয়নি। ১৬০ বছর আগে মাইলেজ সুবিধা রেখে প্রজ্ঞাপন জারি না হলে সমগ্র বাংলাদেশে আন্দোলন শুরু হবে।
দীর্ঘ দিন ধরে মাইলেজ সুবিধা আদায়ে ধরে আন্দোলন করে আসছে রার্নিং কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। রেলওয়ে মন্ত্রী, সচিবসহ পূর্বাঞ্চলের ব্যবস্থাপকের সঙ্গে একাধিকার সাক্ষাৎ করেন। এমনকি দাবি আদায়ে অবস্থান কর্মসূচি, মানববন্ধন , বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি, রেলওয়ের ব্যবস্থাপককে অবরুদ্ধসহ বিভিন্নভাবে কর্মসূচি পালন করেছে।
আরকে/জেএইচ/চখ