chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেলা প্রশাসনের মাইকিং,সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নগরীতে মাইকিং করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ছয়টি বিধিনিষেধ জারি করেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  দুপুরে নগরীর বিভিন্ন স্থানে ৮টি ইউনিটের মাধ্যমে একযোগে প্রচারণা চালানো হয়। মাইকিং এ করোনা প্রকোপ কমাতে সরকারি জারি করা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের বিধিনিষেধ হলো: 

১.দোকান-শপিং মল ও বাজারে ক্রেতা এবং হোটেল- রেস্তোরাঁসহ সকল জনসমাগম স্থানে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যতায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

২. অফিস আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে

৩. রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে

৪. ১২ বছরের উর্ধ্বে সকল ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখের পরে টিকা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

৫. সব যানবাহনের চালক ও সহকারীদের আবশ্যই কোভিড -১৯ টিকা সনদ থাকতে হবে

৬.কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক , রাজনৈতিক , ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর