টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা
ডেস্ক নিউজ: টেনিসকে বিদায় জানালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। চলতি মৌসুম শেষেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন তিনি। খবর ইএসপিএন।
এক সংবাদ সম্মেলনে সানিয়া বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি কোর্টে এটাই আমার শেষ মৌসুম। প্রতি সপ্তাহ ধরে এগোতে চাই। নিশ্চিত নই পুরো মৌসুম খেলতে পারব কি না, তবে চেষ্টা করব।’
সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন সানিয়া। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তার। শেষ বার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে, মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে। সানিয়ার সবচেয়ে বেশি সাফল্য হিঙ্গিসের সঙ্গেই।
নচ/চখ