chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা সংক্রমণে রেকর্ড ভাঙলো ভারত

 একদিনেই আক্রান্ত ৩ লাখ

ডেস্ক নিউজ:  ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ গত কয়েক দিনের রেকর্ড ভেঙেছে। নতুন করে একদিনেই আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার মানুষ। একদিন আগেই এই সংখ্যা ছিল ২ লাখ ৮২ হাজার ৯৭০। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার পজিটিভের হার বেড়েছে ১৬.৪১ শতাংশ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে— এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৭৭৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৭১৯ জনের।

নচ/চখ

এই বিভাগের আরও খবর