chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ: ভারতে হু হু করে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ, এবার আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার (১৯ জানুয়ারি) ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ইস্যুকৃত এক সার্কুলারে জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতে বা ভারত থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এর ২৩৫৯ ঘন্টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক সব ধরণের মালবাহী বা ডিজিসিএ অনুমোদিত বিশেষ ফ্লাইটের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। যদিও, ডিজিসিএ’র এই সার্কুলারে আরও বলা হয়, এয়ার-বাবল ব্যবস্থার আওতায় ফ্লাইট অপারেশন কার্যকর হবে না। বর্তমানে, এয়ার-বাবল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর