হুইপ সামশুল হকের বিদেশ যেতে বাধা নেই!
চট্টলা ডেস্ক : জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর বিদেশ যেতে আর কোন বাধা রইলোনা।
আজ বুধবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ হুইপের বিদেশ যেতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন।
একইসঙ্গে তাঁর ওপর নিষেধাজ্ঞার আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যপারেও আদালত জানতে চেয়েছেন।
হাইকোর্টে শুনানি করেন সামশুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। এসময় সঙ্গি ছিলেন অ্যাডভোকেট হারুনর রশিদ।
এর আগে হাইকোর্টে এসংক্রান্ত একটি আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের এ আইনজীবি। সাংসদ সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী সারুন বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।
চখ/আর এস