দুই ডোজ টিকা নিয়েও করোনাক্রান্ত ন্যান্সি
ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নিজেই।
তিনি বলেন, গত রোববার রাত থেকে আমি অসুস্থ। গতকাল সোমবার টেস্ট করাই। আজ মঙ্গলবার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।
ন্যান্সি আরও জানান, আমার স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। তাদের মধ্যে কোনো উপসর্গ নাই। তবে উপসর্গ দেখা দিলে তাদেরও কোভিড টেস্ট করা হবে।
নচ/চখ