মাঘের শীতে বৃষ্টির আভাস
ডেস্ক নিউজ: মাঘের শীতে কাঁপছে দেশ। এই হাড় কাঁপুনি শীতেও ফের উকি মারছে বৃষ্টি । এতে চিন্তার ভাঁজ পড়েছে খেতে খাওয়া মানুষের মাঝে।
বুধবার (১৯ জানুয়ারি) এক পূর্বাভাসে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত। সূত্র: যুগান্তর।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলে ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এবং এটি দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।
নচ/চখ