গভীর রাতে সংঘর্ষে চবি ছাত্রলীগ, আহত ২
নিজস্ব প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগিভিত্তিক উপ গ্রুপ বিজয় ও সিএফসির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বিজয় ও সিএফসির গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী ও আমানত হলে অবস্থা নেয়।
আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সামদানি রহমান জিকু ও একই শিক্ষাবর্ষের ফয়সাল মাহমুদ।
বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। কিন্তু সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। সামনে পূর্ণাঙ্গ কমিটিকে বানচাল করতেই একটি পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম চট্টলার খবরকে বলেন, ছাত্রদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। যে কোনা অনাকাক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
আরকে/নচ/চখ