chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এক মৃত্যুতে শনাক্ত হাজার ছুঁই ছুঁই

চট্টলার খবর: নমুনা পরীক্ষার বৃদ্ধির সঙ্গে সঙ্গে চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯২টি নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এছাড়া মহানগরে একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ।

বুধবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৪ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মহানগরে ৮২৯ জন এবং বিভিন্ন উপজেলায় ১৬০ জন করোনায় আক্রান্ত হন।

এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ৭ হাজার ৪৪৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছেন ৭৮ হাজার ২৬৭ জন এবং উপজেলায় রয়েছেন ২৯ হাজার ১৭৬ জন। এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৪১ জনের মধ্যে মহানগরে ৭২৭ জন এবং বিভিন্ন উপজেলা বাসিন্দা রয়েছে ৬১৪ জন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) ৩ হাজার ১১৭টি নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের শরীরে করোনা ধরা পড়ে। এর মধ্যে মহানগরে ৬৪৭ জন এবং উপজেলার ৯১ জন বাসিন্দা ছিলেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর