মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয় বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক : কমনওয়েলথ গেমস বাছাই পর্বে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ফিল্ডিং করতে নেমে মাত্র ৪৯ রানে প্রতিপক্ষকে অলআউট করে দিয়ে জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।
প্রথম থেকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে মাত্র ৪৯ রান করে মালয়েশিয়ার নারীরা। দলের পক্ষে শুধু দুইজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করেন। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও ম্যাস এলিসা করেন ১১ রান।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। অপরদিকে সালমা, নাহিদা, ও রিতু মনি নেন একটি করে উইকেট।
৫০ রানের টার্গেটে খেলতে নেমে ভালো সূচনাই পায় বাংলাদেশ। পাঁচ ওভারে ৩৮ রান যোগ করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও মুরশিদা খাতুন। শারমিন ১৯ বলে চার চার ও এক ছক্কায় ২৮ এবং মুরশিদা ১৬ বলে এক বাউন্ডারিতে ১৪ রান করেন।
দলীয় ৪৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হক। সুলতানা তিন ও ফারজানা সাত রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।
আগামীকাল বুধবার (১৯ জানুয়ারি) লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
চখ/আর এস