সরকার পতনের পদধ্বনি শোনা যাচ্ছে: শাহাদাত
চট্টলা ডেস্ক: মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করে ভয়াবহ দুঃশাসেনর সৃষ্টি করেছেন । এতে সরকার পতনের পদধ্বনি শোনা যাচ্ছে।
মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) দুপুরে কারাবন্দি বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামীমের পরিবারের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শাহাদাত অভিযোগ করেন, সারাদেশে বিরোধীদলের ওপর নির্যাতন চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে। বিএনপির আন্দোলনকে দমানোর জন্য মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করছে। সরকারের বর্বরতা, স্বৈরাচারী আচরণ, মামলা হামলা, লুট, নৈরাজ্য অতীতের সব স্বৈরাচারী শাসকদের হার মানিয়েছে। এই স্বৈরাচার সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবে না। সরকার পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। তিনি এসময় কারাগারে থাকা সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
ডা. শাহাদাতের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামীমের পরিবারের খোঁজ নিতে যান নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজ উল্লাহ, বাকলিয়া থানা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. এম আই চৌধুরী মামুন, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বিএনপির সভাপতি হাজী নবাব খান, বিএনপি নেতা এ.কে খান, হাজী ইউনুস, মো. মন্জুর, মো. খোরশেদ আলম, মো. কামরুল ইসলাম,গুলজার হোসেন লেদু, মহিলা দল নেত্রী রেজিয়া বেগম মুন্নি, কামরুননাহার, রেনুকা বেগম, যুবদল নেতা আসাদুর রহমান টিপু প্রমুখ।
আরকে/এমকে/চখ